দেশের চার অঞ্চলে হতে পারে ঝড়-বজ্রবৃষ্টি

হাওর বার্তা ডেস্কঃ দেশের চারটি অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় ৬ টায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগারে অবস্থান করছে। এতে কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, এমনকি বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরো বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার শেষ রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।পশ্চিম/ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আগামী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং পাঁচদিনে তাপমাত্রা বাড়তে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর