ভৈরবে ঐতিহাসিক ৭ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

হাওর বার্তা ডেস্কঃ ঐতিহাসিক ৭ মার্চ ’ প্রথমবারের মতো এবার জাতীয় দিবস হিসেবে পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা ও ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন।

এছাড়া সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় প্রথমবারে মতো জাতীয় দিবস হিসেবে ‘ঐতিহাসিক ৭ মার্চ ’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর