ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি “সাংবাদিকতা ও বর্তমান প্রেক্ষাপট” নিয়ে আলোচনা সভা

হাওর বার্তা ডেস্কঃ ১ মার্চ ২০২১ইং রোজ সোমবার সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলার জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের উদ্যোগে ফোরামের বর্ষপূর্তি “সাংবাদিকতা ও বর্তমান প্রেক্ষাপট” নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি “সাংবাদিকতা ও বর্তমান প্রেক্ষাপট” নিয়ে আলোচনা সভা

প্রধান অতিথি বক্তব্য রাখেন বাসস’র চেয়াম্যান ও ঢাবি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি “সাংবাদিকতা ও বর্তমান প্রেক্ষাপট” নিয়ে আলোচনা সভা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক, সমীরন রায়, মাসুমা আক্তার, আনজুমান আরা শিল্পী, আনোয়ার সাদাত সবুজ, তারেক হোসেন বাপ্পি, এম. সাজাহান সাজু প্রমুখ।

উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম কচি। সভাপতিত্ব করেন ইকবাল হাসান কাজল, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম। সঞ্চালনা করেন নাসরীন গীতি, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম।

অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশ এবং জাতি তাদের প্রতিবাদের ভাষা খুঁজে পায় এবং প্রতিবাদ করার সুযোগ পায়। তিনি ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম একটি সামাজিক সংগঠন। যার মাধ্যমে নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধনসহ আনন্দ-বিনোদনের একটি বিশাল সুযোগ পাওয়া যায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাদাৎ হোসেন ভূঁইয়া, শফিকুল ইসলাম আরজু, আকবর হোসেন, আকতার হোসেন, আসলাম মিয়া, সোনিয়া দেওয়ান প্রীতি প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর