হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মার্চ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত এ নতুন মামলার দিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ ফ ম আসাদুজ্জামান মামলাটির প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদনের জন্য ২১ মার্চ দিন ধার্য করেন।
এর আগে ৮ জানুয়ারি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আসামি ফারদিন ইফতেখার দিহান। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
তারও আগে ৭ জানুয়ারি রাতে আনুশকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে কলাবাগান থানায় ওই নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, দিহান ৭ জানুয়ারি দুপুরে মোবাইলে আনুশকাকে ফাঁকা বাসায় ডেকে নিয়ে যায়। এরপর মেয়েটিকে ধর্ষণ করে। এসময় প্রচুর রক্তক্ষরণে মেয়েটি অচেতন হয়ে পড়লে দিহান ধর্ষণকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মেয়েটিকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যায়। সেখানে চিকিৎসক আনুশকাকে মৃত ঘোষণা করেন।