পট পরিবর্তনের অপেক্ষায় জাপা, কঠোর হচ্ছে সরকারের বিরুদ্ধে

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধী দল হলেও অনেকের মতেই জাতীয় পার্টি সরকারের ‘বি টিম’। দলের চেয়ারম্যানসহ কিছু নেতাকর্মী বিভিন্ন অনুষ্ঠানে সরকারবিরোধী কিছু বক্তব্য দিলেও সংসদে কেউ কেউ সরকারের গুণগান গেয়ে থাকেন— এমন অভিযোগও অনেকের। খোদ দলটির অনেক নেতাকর্মীই তাদের ‘প্রকৃত’ বিরোধী দল বলতে রাজি নন। কিন্তু এবার সরকারে বিরুদ্ধে ‘কঠোর অবস্থানে’ যাওয়ার কথা বলছেন দলটির নেতারা। আর পরবর্তী সময়ে কোনোভাবে সরকারের পরিবর্তন হলে জাপা যেন নতুন সরকারের অংশীদার হতে পারে, তার জন্যও চলছে নানান তৎপরতা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের ইতোমধ্যে নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ‘আমরা বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন হলে সেটিকে স্বাগত জানাব (একই উক্তি তিনি সম্প্রতি সাংবাদিকদের কাছেও করেন)। তিনি বৈঠকে আরও বলেন, ‘দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে মঞ্জুর হত্যা মামলাসহ অনেকগুলো মামলা ছিল। এজন্য তিনি মুক্তভাবে রাজনীতি করতে পারেননি। আমি মুক্ত, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। জাপা কারও লেজুরভিত্তিক রাজনীতি করবে না। রাষ্ট্রক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে সামনে এগিয়ে যাবে। এজন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তত জাপা।’

তবে দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বিষয়ে কৌশলে বলেন, ‘জিএম কাদের হয়তো বলতে চেয়েছেন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে পট পরির্বতন হলে জাতীয় পার্টি স্বাগত জানাবে। রাজনৈতিক মেরুকরণের বাইরে অন্য কোনো মাধ্যমে পট পরির্বতন সর্ম্পকে কিছু বলতে চেয়েছেন কিনা সেটি আমার জানা নেই। তারপরও রাজনৈতিক মেরুকরণের বাইরে কিছু হলে বা ঘটলে সেক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’

এ সর্ম্পকে জাপা দলীয় প্রভাবশালী এক সংসদ সদস্য বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ যা করতে পারেননি জিএম কাদের সেটি করার চেষ্টা করছেন। পারবেন কিনা জানি না। দেশের বর্তমান প্রেক্ষাপটে জিএম কাদের যেসব উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন তা সফল না হলে দলটির অনেক ক্ষতি হতে পারে। কারণ জাপার সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল। আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি বলে আমরা নির্বাচিত হয়ে সংসদে আছি। প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছি। আওয়ামী লীগের সঙ্গে জোটে ছিলাম বলে এসব সম্ভব হয়েছে। অন্যথায় জাতীয় পার্টির অবস্থা কি হতো?’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর