৩৬তম বিসিএসের ফল প্রকাশ

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮শ’ ৩০ জন পরীক্ষার্থী।

বুধবার সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয় বলে জানান পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম নেছার উদ্দিন জানান, প্রিলিমিনারিতে ১৩ হাজার ৮শ’ ৩০ জন উত্তীর্ণ হয়েছে।

গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরের ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

প্রিলিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর