হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে সকালে হাঁটতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারালেন নিতাই চন্দ্র সাহা (৬৫) নামের একজন ব্যবসায়ী। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে পৌর শহরের পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়লে এ ঘটনা ঘটে।
অন্যদিকে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মনু মিয়া (৬৮) নামে এক পথচারী আহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালেই তিনি পৌর শহরের রেলওয়ে এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন।
নিহত নিতাই চন্দ্র সাহা একজন বস্তা ব্যবসায়ী ছিলেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব বাজারের ডালপট্টিতে বসবাস করতেন।
অন্যদিকে আহত মনু মিয়া পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার সামসু মিয়ার ছেলে।
নিহত নিতাই চন্দ্র সাহার পরিবার ও পুলিশ সূত্র জানায়, বস্তা ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা প্রতিদিনের মতো শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টার দিকে হাঁটার জন্য বাড়ি থেকে বের হন।
এই সময় তিনি তার মুঠোফোন ও সঙ্গে কিছু টাকা নিয়ে হাঁটতে বের হয়েছিলেন।
শহরের পাওয়ার হাউস এলাকা দিয়ে সেতুর পাড়ে হাঁটতে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতে করে সবকিছু নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় নিতাই চন্দ্র সাহা কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
তিনি জানান, নিতাই চন্দ্র সাহার বাঁ ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এদিকে একই দিন সকালে পৌর শহরের রেলওয়ে এলাকায় পথচারী মনু মিয়া ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর হাতে ছুরিকাঘাত করে মুঠোফোন ও নগদ টাকা নিয়ে যান।
আহত মনু মিয়া বলেন, হাঁটার সময় তিনজন ছিনতাইকারী এসে তাঁর গতিরোধ করে। যা ছিল সবই দিয়ে দেওয়ার পরও তাঁর হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।