বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালডোয়ার পশ্চিমপাড়া গ্রামে একটি মেছো বাঘ ধরা পড়েছে। আজ ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) হোগলা রোড সংলগ্ন এটিএম শামছুর সিরাজ রিয়েল এর ফিশারিতে বাঘটিকে আটক করা হয়। ফিশারির পাহারাদার মো: ভুট্টু মিয়ার ছেলে হৃদয় (১৮) বাঘটিকে আটক করে।
প্রথম অবস্থায় সে চিনতে পারেনি, অন্য কোন প্রাণী ভেবে লাঠি দিয়ে আঘাত করে। এরপর মেছো বাঘটিকে শনাক্ত করার পর বাড়ির আঙিনায় এনে আটকে রাখে। বিলুপ্ত প্রজাতির এই বাঘ দেখার জন্য ভিড় করে স্থানীয় জনতা।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো: তাওহীদুর রহমান, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান। মেছো বাঘটি আপাতত স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাথে আলোচনা করে পরিচর্যার পর নিরাপদ স্থানে এটি অবমুক্ত করা হবে।