হাওর বার্তা ডেস্কঃ ফেনীর ফুলগাজী উপজেলায় ২০১২ সালে অটোরিকশাচালক মুলকত আহমেদ কালা মিয়াকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
এসময় প্রত্যেক আসামিকে ৪০ হাজার টাকা জরিমান করেন আদালত। এছাড়া এ মামলায় ১৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত বিচারক জেবুন নেসা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- আবদুর রহমান মানিক, মো. রাকিব ও বাবুল। আসামিদের সবার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমির নাম সুমন চন্দ্র রায়। তার বাড়িও একই এলাকায়।
জেলা আদালতে পিপি অ্যাড. হাফেজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।