হাওর বার্তা ডেস্কঃ শীতের হিমেল হাওয়ায় শরীর উষ্ণ করতে পাড়া-মহল্লায় চলছে ব্যাডমিন্টন খেলার উৎসব। কর্মব্যস্ত জীবনের একটু বিরতিতে সেই ব্যাডমিন্টন খেলার মজা নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজার বাসভবনের সামনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খেলায় তার সঙ্গী হন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।
অনেকেই মন্তব্য করেন, ‘সরকারি কর্মকর্তা বনাম রাজনৈতিক নেতাদের প্রীতি ম্যাচ দেখলাম। তবে শ্রেষ্ঠ খেলোয়াড় শাহরিয়ার আলম।’
বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু জানান, শীতের হিমেল বাতাসে কাঁপতে কাঁপতে ব্যাডমিন্টন কোর্টে এসে হাতে র্যাকেট ব্যাট উঠিয়ে পোজ দিতে শুরু করেন আমাদের প্রিয় নেতা শাহরিয়ার ভাই।
তিনি বলেন, ‘তিনি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) মাদক থেকে যুবসমাজকে দূরে সরিয়ে আনতে যেকোনো খেলাধুলা পছন্দ করেন সেটা জানতাম, কিন্তু এতো ভালো খেলোয়াড় সেটা জানতাম না। এক কথায় তিনি অলরাউন্ডার।’
তিনি বলেন, ‘নিয়মিত যেকোনো খেলায় অংশ নিলে একদিকে যেমন শরীর ভালো থাকে, তেমনিভাবে শরীরের মেদ কমিয়ে শরীর ফিট রাখা যায়। মানসিক প্রশান্তি মেলে।’