টিকা নিতে আজ থেকে এসএমএস পাবেন রেজিস্ট্রেশনকারীরা

হাওর বার্তা ডেস্কঃ দেশব্যাপী করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু শুরু হবে আগামীকাল রবিবার থেকে। টিকা পেতে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করেন ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।

যারা এই রেজিস্ট্রেশন করেছেন তারা কবে কোন সেন্টারে টিকা পাবেন তা আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদফতর।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, ‘রবিবার যারা টিকা পাবেন শনিবার সকাল থেকেই তারা মোবাইলে মেসেজ পাবেন। এরপর পর্যায়ক্রমে সবাই মেসেজ পাবেন।’

রবিবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর