যেকোনো সময় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যেকোনো সময় বিএনপির সহযোগি সংগঠন ছাত্রদলের পনেরটি কমিটি ঘোষণা হতে পারে।

সূত্রগুলো বলছে, কমিটি চূড়ান্ত। রাতের মধ্যেই (শনিবার) কমিটি ঘোষনা করার সম্ভাবনা বেশি।

৪ জানুয়ারি বৃহস্পতিবার কমিটিগুলো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জমা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

কমিটিগুলো হলো- ঢাকা মহানগর উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম, ঢাকা বিশ্বদ্যিালয়, জগন্নাথ বিশ্বদ্যিালয়, জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়, সরকারি তিতুমীর কলেজ, সরকারি তেজগাঁ কলেজ, সরকারি বাঙ্গালা কলেজ, ঢাকা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্বদ্যিালয় ও ঢাকা জেলা।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের কমিটিও ঘোষণা করা হবে।

ছাত্রদরের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, বিগত আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়ন করে এ কমিটি তৈরি করা হয়েছে।

কেন্দ্রীয় পুর্ণাঙ্গ কমিটিও ঘোষনা করা হবে। আগের ১৫১ স্থলে ৪০১ সদস্য দিয়ে পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর