পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার সকালে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই সভা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেয়া হলো-

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নামের তালিকা-১

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নামের তালিকা-১

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নামের তালিকা-২

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নামের তালিকা-২

 

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। গত ১৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের দিনটি নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর