হাওর বার্তা ডেস্কঃ মোজাম্মেল হক (৫০) ও তানিয়া বেগম (৪৫) স্বামী-স্ত্রী। থাকেন উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামে। একই উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের ফুল মেহের (৫৫) এবং বক্তারপুর ইউনিয়নের মাজুখান গ্রামের ফাতেমা বেগম (৫০)।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।
ইউএনও মো. শিবলী সাদিক জানান, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষের অঙ্গীকার ভিক্ষুকমুক্ত কালীগঞ্জ গড়ার’ ম্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে ভিক্ষুক মোজাম্মেল হককে মুদির দোকান, তানিয়া বেগমকে গরু, ফুল মেহেরকে রিকশা ও ফাতেমা বেগমকে চাকরির মাধ্যমে ওই চারজনকে পুর্নবাসন করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নানা কার্যক্রমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
এদের মধ্যে ভিক্ষুক ফুল মেহেরের মেয়ের জামাই রাকিবুল হাসানের হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। এতে ফুল মেহেরের পরিবার উপকারভোগী হবে। এছাড়া, ভিক্ষুক ফাতেমা বেগমের মেয়ের হাতে প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক।