রাজধানীতে চুলার আগুনে দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় দোষী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের মধ্যেই মন্ত্রী বলেন, শুধু দু’একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপকর্মের কারণে পুরো পুলিশ বিভাগকে দোষারোপ করা ঠিক নয়।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের এক যুগ পূর্তি অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ইতিমধ্যে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় দোষী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এর আগে তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বীভৎস তাণ্ডব চালিয়ে ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়া ব্যর্থ হয়ে নিশ্চুপভাবে ঘরে ফিরে গেছেন। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। খালেদা জিয়ার ষড়যন্ত্র এখনো চলছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে তখন এ দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে।
সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার বক্তব্য রাখেন।
সংবাদ শিরোনাম
দোষী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- Reporter Name
- আপডেট টাইম : ১২:২৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬
- ২৬৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ