হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে রক্তদান সমিতির আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) শহরের বত্রিশ এলাকার মনিপুরঘাটে দিনব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মো. মতিউর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) ও কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম এবং জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী।
রক্তদান সমিতির সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা বদরুল আলম নাঈমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকার মোজাফফর হোসেন, কান্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান দুলাল, সমাজসেবক দিদার মিয়া, যুবনেতা মাসুদ রানা জয় প্রমুখ বক্তব্য রাখেন।
এতে অবসরপ্রাপ্ত উদ্যান কর্মকর্তা শামছুল আলম, বীর মক্তিযোদ্ধা আবুল হোসেন ভূইয়া, শ্রমিক নেতা শফিকুল ইসলাম লিটন, সংগঠনের সদস্য পলাশ, মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মসূচীতে রক্তদানে আগ্রহী নানা শ্রেণিপেশার দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।