ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতা ইশরাকের খালাসের বিরুদ্ধে দুদকের আপিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ১৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। সম্প্রতি হাইকোর্টে এই আপিল দাখিল করা হয়। আপিলটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।

গত ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম দুদকের মামলায় ইশরাককে খালাসের রায় দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন নিজ ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের বিবরণী কমিশনে দাখিলের নোটিশ দেওয়া হয়। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল মো. তালেব কমিশনের ওই আদেশ জারি করতে তাদের বাস ভবনে যান। কিন্তু ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত চারজনের (সাক্ষী) সামনে বাস ভবনের নীচ তলায় প্রবেশ পথের বাম পাশে দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে ওই আদেশ জারি করা হয়। কমিশনের দেওয়া সাত কার্য দিবসের মধ্যে ইশরাক হোসেনকে সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি।

২০১০ সালের ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় ইশরাকের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।

তদন্ত শেষে ২০১৭ সালের ৬ ডিসেম্বর ইশরাক হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিএনপি নেতা ইশরাকের খালাসের বিরুদ্ধে দুদকের আপিল

আপডেট টাইম : ০২:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। সম্প্রতি হাইকোর্টে এই আপিল দাখিল করা হয়। আপিলটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।

গত ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম দুদকের মামলায় ইশরাককে খালাসের রায় দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন নিজ ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের বিবরণী কমিশনে দাখিলের নোটিশ দেওয়া হয়। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল মো. তালেব কমিশনের ওই আদেশ জারি করতে তাদের বাস ভবনে যান। কিন্তু ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত চারজনের (সাক্ষী) সামনে বাস ভবনের নীচ তলায় প্রবেশ পথের বাম পাশে দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে ওই আদেশ জারি করা হয়। কমিশনের দেওয়া সাত কার্য দিবসের মধ্যে ইশরাক হোসেনকে সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি।

২০১০ সালের ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় ইশরাকের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।

তদন্ত শেষে ২০১৭ সালের ৬ ডিসেম্বর ইশরাক হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত।