গাজীপুরের টঙ্গী থেকে মো. মেজবা উদ্দিন ওরফে মাসুদ (৫২) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।গতকাল শনিবার রাত সাড়ে ১২টায় টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা ডিএমপির পোশাকের একটি জ্যাকেট, এক সেট ইউনিফর্ম, একটি ট্রাকস্যুট জ্যাকেট, কাভারসহ একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার, একটি ইউনিফর্মের বেল্ট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মেজবা উদ্দিন ওরফে মাসুদ নওগাঁ জেলার আত্রাই থানার পবন ভাংগা গ্রামের বাসিন্দা।
টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার মনোহর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দেওড়া এলাকার আদর্শপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয়দানকারী মেজবা উদ্দিন মাসুদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া পুলিশ পরিচয়দানের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে বলেন, মেজবা উদ্দিনকে ভুয়া পুলিশ পরিচয়দানের অপরাধে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।