হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিশা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সরাইল বিশ্বরোড হাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহন বাসটি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল।
সরাইল বিশ্বরোড অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহর মুখে কুমিল্লা সিলেট মহাসড়কের প্রবেশ করার সময় তিশা পরিবহনে বাসের পিছনে অংশে হঠাৎ আগুন লেগে যায়।
এসময় গাড়িচালক ও হেলপারসহ ১০/১২ যাত্রী ছিলেন। এ ঘটনার পর তাড়াহুড়া করে তারা নেমে যান। তবে কী কারণে বাসে এ অগ্নিকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি ওসি।