শহীদ বুদ্ধিজীবী দিবসে দুর্গাপুরে শিশুদের হাতে বই দিলো পাঠাগার

বিজয় দাস নেত্রকোনাঃ আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে নেত্রকোনার সীমান্ত এলাকা দুর্গাপুর ইউনিয়নের দেবথৈল গ্রামে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে স্থানীয় পথ পাঠাগার। বাড়ি বাড়ি ঘুরে শিশুদের হাতে এসব বই দেয়া হয় ।

এসময় শিশুরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে। শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।

স্থানীয় অভিভাবক সুশীল সাংমা বলেন, শিশুরা গল্পের বই হাতে পেয়ে খুব খুশি হয়েছে।পথ পাঠাগার সম্পাদক ও সদস্যদের ধন্যবাদ জানাই।এ পাঠাগার দীর্ঘদিন ধরে বই বিতরণ করে আসছেন।
এসময় উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবক বৃন্দ এ এলাকাবাসী। স্থানীয়রা পথ পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করেন।

পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার বলেন, আমরা শিশুদের জন্য আরো নানা ধরণের কাজ করে যাচ্ছি। সামনে আরো বড় পরিসরে তাদের জন্য কাজ করার ইচ্ছা আছে।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর