হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে হামলা সংবিধানের ওপর হামলা মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘ বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি বলেন, ‘ধর্মকে যারা পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, তারা কখনোই প্রকৃত ধার্মিক নয়। এজাতীয় ধর্মান্ধদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আলেমদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, ‘তাদের প্রতি দেশের সাধারণ মানুষের আস্থা বা ভালো ধারণা রয়েছে। রুহানি আলেমরা কখনোই ধর্মের নামে তরবারি ব্যবহার করেন না। তারা ভালোবেসে আল্লাহর কালাম প্রচারে ব্যস্ত থাকেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে একশ্রেণির হুজুর আছেন, যারা সিংহাসনে বসে বড় বড় গলায় চিৎকার দিয়ে কথা বলেন।’ অথচ আমাদের নবী করিম (সা.) রাষ্ট্র পরিচালনা করতেন মসজিদে বসে বলেও তিনি উল্লেখ করেন।