বাল্যবিয়ে পণ্ড, কনের বাবার অর্থদণ্ড

হাওর বার্তা ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড হয়েছে। সেই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতার ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে উপজেলার পাখিমারা গ্রামে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) ডা. স্নিগ্ধা দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাখিমারা গ্রামের আসমত আলী নিজ বাড়িতে গোপনে তার নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে রাতেই ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে পণ্ড হয়ে যায় বাল্যবিয়ে। এ সময় কনের পিতাকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেয়ার মুচলেকাসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর