রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন তারকা ফুটবলার ছাঁটাই হওয়া কোচ কার্লো আনচেলত্তির পাশে দাঁড়িয়েছেন। লা লিগার সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো শনিবারই আনচেলত্তির সমর্থনে বলেছেন যে, তিনি আগামী মওসুমে আবার তার সঙ্গে কাজ করার আশা রাখেন। চলতি মওসুমে রিয়াল মাদ্রিদ কোন শিরোপা জিততে না পারায় ইতালিয়ান কোচ ৫৫ বছর বয়সী আনচেলত্তিকে বরখাস্ত করেছে ক্লাবটির প্রেসিডেন্ট। তিন বছরের চুক্তির আরও এক বছর বাকি ছিল। অথচ আগের মওসুমেই আনচেলত্তি দলটিকে রেকর্ড দশম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়েছিলেন। রিয়ালের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘থ্যাংকস ফর এভরিথিং বস। ইউ আর রিয়েলি গ্রেট।’ জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস লেখেন, থ্যাংক ইউ বস। আপনার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের ছিল। আপনার ভবিষ্যতের আরও মঙ্গল কামনা করি।’ কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেস আনচেলত্তিকে ধন্যবাদ জানিয়ে লিখেন, খুব অল্প সময়ে অনেক কিছু শিখতে পেরেছি।’ ফরাসি তারকা করিম বেনজামা তার সঙ্গে কাটানো দুই বছরকে ‘ টু গ্রেট ইয়ার্স’ হিসেবে উল্লেখ করেন।
সংবাদ শিরোনাম
থ্যাংকস ফর এভরিথিং বস
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫
- ৩৫৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ