কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এডভোকেসী সভা

হাওর বার্তা ডেস্কঃ করোনাকালে অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৬-৮ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে কিশোরগঞ্জে জেলা পর্যায়ের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু তাহা মো. এনামুর রহমান।
সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হাবেজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডা. হোসনা বেগম, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল ও আলম সারোয়ার টিটু প্রমুখ বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি)।

সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে জেলায় বিশেষ সেবার লক্ষ্যমাত্রা অর্জনের ওপর আলোকপাত করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর