হাওর বার্তা ডেস্কঃ ২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে।
সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার পেয়েছে ‘ন ডরাই ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা।
এবার সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলতে যাচ্ছেন ‘ন ডরাই’ সিনেমার তানিম রহমান অংশু। সেরা অভিনেত্রীর পুরস্কারও যাচ্ছে একই ছবির ঝুলিতে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিলেন সুনেরাহ বিনতে কামাল।
তবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে ‘আবার বসন্ত’ সিনেমার প্রধান চরিত্রটি। এই চরিত্রে অনবদ্য অভিনয় করে পুরস্কারটি ঘরে তুলতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন বলছে, ২০১৯ সালের জন্য ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে।
এবার পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ অভিনয়ের জন্য এ পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। আর ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন নারগিস আকতার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসানও। সেটি এবারও খলচরিত্রে।
‘সাপলুডু’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।
গত বছর ‘হালদা’ সিনেমার জন্য একই বিভাগে পুরস্কার জিতেছিলেন জাহিদ হাসান।
জানা গেছে, এবার সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক মৃণাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যোহরা ঐশী পুরস্কার পাচ্ছেন।