বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনার সীমান্ত এলাকা দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া উপজেলার সদর ইউনিয়নের দৈবথল প্রাথমিক জিবিসি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন । সোমবার দুপুরে তারা মিয়া এইসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন ।
জানা যায় ,তারা মিয়া দীর্ঘ ৭ বছর যাবত রিক্সা চালিয়ে উপার্জিত টাকা দিয়ে দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এইসব উপকরণ বিতরণ করে যাচ্ছেন।
এ সময় তারা মিয়া বলেন, আমি প্রতিদিন রিক্সা চালিয়ে যে টাকা উর্পাজন করি তার অর্ধেক সংসারে ব্যয় করি , বাকী অর্ধেক বিদ্যালয়ের গরীর শিক্ষার্থীদের জন্য একটি মাটির ব্যাংকে জমা করি । এরই ধারাবাহিকায় আমার আজকের এই
পদক্ষেপ ।আমি যতদিন বেঁচে থাকবো আমার এই কার্যত্রুম আব্যাহত থাকবে ।