হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য সোজা দুবাইতে উড়ে যান দুজনে। দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেল থেকে হানিমুন সেরে ফেরার পর রিয়ালিটি শোয়ের শুটিং শুরু করেছেন নেহা কাক্কর। নেহা যখন রিয়ালিটি শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত, সেই সময় গায়িকার স্বামী রোহনপ্রীত সিংকে নিয়ে সমালোচনা শুরু করেন নেট জনতার একাংশ।
সম্প্রতি মুম্বাইয়ের একটি স্যালোঁর বাইরে দেখা যায় রোহনপ্রীত সিংকে। যেখানে গাড়ি থেকে নামতে দেখা যায় রোহনকে। গাড়ি থেকে নামার পরপরই রোহনকে ডাকতে শুরু করেন পাপারাৎজি। রোহনও হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দেন। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই রোহনপ্রীত সিংকে সামলোচনা শুরু করেন নেট জনতার একাংশ।
নেহার স্বামী ছাড়া রোহনপ্রীত সিংয়ের অন্য কোনো পরিচয় নেই বলে মন্তব্য করতে শুরু করে অনেকে। শুধু তাই নয়, নেহার জন্যই এবার থেকে রোহনকেও ক্যামেরার লেন্সবন্দি করতে হবে বলেও নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেন। যদিও নেহা কাক্কর বা রোহনপ্রীত সিং এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি।
রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে নিয়ে বারবার বিভিন্ন ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে নেহাকে। ৩২ বছরের নেহা কীভাবে ২৫ বছরের রোহনকে বিয়ে করছেন, তা নিয়ে অনেকে প্রশ্ন করেন। কেউ কেউ আবার বলতে শুরু করেন, বিয়ের সময় প্রিয়াংকা, দীপিকা এবং আনুশকার পোশাক নকল করেছেন নেহা। সবকিছু মিলিয়ে রোহনপ্রীতের সঙ্গে বিয়ের ঘোষণার পর থেকেই নেহা কাক্করকে বিভিন্ন ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিভিন্ন সময়ে।
প্রসঙ্গত, ‘নেহু দ্যা বিয়া’ নামে একটি মিউজিক অ্যালবামের শ্যুটিংয়ের সময়ই রোহনপ্রীতের সঙ্গে নেহা কাক্কর সম্পর্কে জড়ান বলে জানা যায়।