হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে অভিযান চালিয়ে একটি ওয়ান টু টেন বোর্ড, ১ টি ওয়ান টু টেন প্যানা, জুয়া খেলার ৩ লাখ ৩৪ হাজার ৪১০ টাকাসহ ২৪ জুয়ারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের এশটি আভিযানিক দল।
শুক্রবার ( ২৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার সাদকখালি এলাকার একটি পরিত্যক্ত ঘরের ভিতর থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার -মো. আ. হামিদের ছেলে মো. হাবিবুর রহমান(৫৫), ব্রাম্মণবাড়িয়া সদর উপজেলার বাদুস্বর এলাকার শাহজাহানের ছেলে ইয়াসিন(৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার রথখোলা এলাকার নূরুল ইসলামের ছেলে নূরজ্জামান(৪৫), কটিয়াদী উপজেলা সদরের মৃত আবু তাহেরের ছেলে সুহেল (৩২), কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট এলাকার ওয়াসীম উদ্দিনের ছেলে আলম (৩৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের মৃত শাহ নেওয়াজের ছেলে আলাল (৪৫), একই জেলার নান্দাইল উপজেলা সদরের মৃত আ. বসিরের ছেলে আবু সাঈদ (৬১), বাজিতপুর উপজেলা সদরের মৃত মনিন্দ্র চন্দ্র দাসের ছেলে লিটন দাস(৪৮), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধরগাও এলাকার নূরুল ইসলামের ছেলে মো. দুলাল মিয়া, কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৮), একই শহরের তারাপাশা এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে শাহজাহান (৫০), করিমগঞ্জ উপজেলার সিদলারপাড় এলাকার মৃত নান্নু খার ছেলে আবু বকর (৫৯), একই উপজেলার বাঁশহাটি এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে দ্বীন ইসলাম (৩০), একই উপজেলা সদরের উত্তর পাড়া এলাকার মো. শুক্কুর মাহমুদের ছেলে সুরুজ আলী (২৭), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার মৃত আ. মান্নানের ছেলে নিজামউদ্দিন(৪৮), একই জেলার নান্দাইল উপজেলা সদরের মৃত সাহেদ আলীর ছেলে শহিদুল্লাহ (৬০), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্দা এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে জিয়াউর রহমান(৪২), হোসেনপুর উপজেলা সদর এলাকার আফছার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০), কিশোরগঞ্জ জেলা সদরের তারাপাশা এলাকার মৃত ছেলে আবু বকরের ছেলে আতিক(৪৭), কিশোরগঞ্জ সদর উপজেলার ধনাইল এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আবু সাঈদ(৪৫), একই উপজেলার মহিনন্দ এলাকার মৃত রুকনউদ্দিনের ছেলে জুলহাস(৫০), করিমগঞ্জ উপজেলার নোয়াকান্দি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে গোলাম মিয়া (৫০), কিশোরগঞ্জ জেলা শহরের জেলা স্মরণী মোড় এলাকার মৃত প্রমোধ সরকারের ছেলে প্রিয়তোষ সরকার(৪৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার ধনাইল এলাকার -গোপাল পালের ছেলে সুমন পাল(৩৮)।
জুয়া বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ( উপ-পরিচালক) লে. কমান্ডার এম. শোভন খান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত।
গ্রেফতার জুয়াড়িদের প্রথম ২২ জনের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ দিনে বিনাশ্রম কারাদÐ ও শেষের ২ জনের প্রত্যেককে ১ শ’ টাকা করে অর্থদণ্ড করা হয়।