বাবাসাহেব বিমরাও আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বলা হয়েছিল, শুক্রবারের কনভোকেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিধানের জন্য একটি আচকান বানাতে। তারা দর্জিকে প্রধানমন্ত্রীর বুকের মাপ দিলেন ৫০ ইঞ্চি। দর্জি তা রেখে প্রস্তুতি নিলেন।
২০১৪ সালের নির্বাচনে সমাজবাদী পার্টির প্রধান মোলায়েম সিং যাদবকে উদ্দেশ করে মোদি বলেছিলেন, নেতাজী মোদিকে বলেছিলেন, উত্তর প্রদেশকে আরেকটি গুজারাট বানাবার ক্ষমতা মোদির নেই। কিন্তু আপনারা কি জানেন আরেকটা গুজারাট বানাতে কি কি দরকার হয়? এটার জন্য দরকার ৫৬ ইঞ্চির বুক।
কথার কথায় এটা প্রধানমন্ত্রী বলেছেন তা অবশ্য বুঝা যায়নি। এটা কি তার বুকের আসল মাপ নাকি নিছকই রাজনৈতিক বক্তব্য ছিল।
কনভোকেশন প্রস্তুতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের একজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেন। তারা জানান, মোদির বুকের মাপ ৫০ ইঞ্চি আর কাঁধের মাপ ২১ ইঞ্চি।
দিল্লির এক দর্জিকে দিয়ে মোদির জন্য সোনালি রঙের একটি আচকান বানানো হয়।
টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে যখন দিল্লির সেই দর্জি অনিল নান্দার সঙ্গে যোগাযোগ করা হয় তখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তিনি শুধু বলেছেন, ‘ব্যাপারটা আসলে রাজনৈতিক’।