হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে চোলাই মদ তৈরির অপরাধে সুমন মিয়া নামে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এর আগে সকাল ৮টায় তার নেতৃত্বে উপজেলার শাহনগর মুচিবাড়িতে অভিযান চালিয়ে নদীরপাড়ে ২০ লিটার চোলাই মদ ও তৈরির সরঞ্জামসহ সুমন মিয়াকে (৩০) আটক করা হয়। সুমন মিয়া আজমিরীগঞ্জ পৌর এলাকার নয়ানগর গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে।
পরে সুমন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে উদ্ধারকৃত চোলাই মদ জনসমক্ষে বিনষ্ট করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোঃ মতিউর রহমান খান।