হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামে আগুনে একটি অ্যালুমিনিয়াম কারখানাসহ পাঁচটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার কন্ট্রোল সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ভোর ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সাভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে অ্যালুমিনিয়াম কারখানা, একটি গোডাউন, দুটি দোকান ও একটি সেলুন পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।