হাওর বার্তা ডেস্কঃ দ্রুত গতিতে এলোমেলোভাবে চালানো একটি গাড়ি ধাক্কা দিয়েছে মক্কায় পবিত্র গ্রান্ড মসজিদ বা মসজিদুল হারামের একটি দরজায়। এক ব্যক্তি শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটান বলে খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’কে উদ্ধৃত করে খবরে বলা হয়, ওই গাড়ি থেকে পরে সৌদি আরবের নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মক্কা অঞ্চলের সরকারি এক মুখপাত্র সুলতান আল দোসারিকে উদ্ধৃত করে এসপিএ বলেছে, ওই ব্যক্তি গ্রান্ড মসজিদের দক্ষিণ চত্বরে উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছিলেন। আকস্মিকভাবে তা আঘাত করে মসজিদের দরজায়। তবে এতে কেউ আহত হননি। তদন্তকারীরা বলছেন, ওই গাড়ির চালক একজন সৌদি নাগরিক। এ সময় তিনি অস্বাভাবিক অবস্থায় ছিলেন। তাকে পাবলিক প্রসিকিউশন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।।
সংবাদ শিরোনাম
অস্বাভাবিক গতিতে চালানো গাড়ি ধাক্কা দিল গ্রান্ড মসজিদের দরজায়
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- ১৭৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ