হাওর বার্তা ডেস্কঃ হস্তরেখা বিজ্ঞান অর্থাত্ সমুদ্রশাস্ত্র অনুযায়ী স্ত্রী-পুরুষের বিভিন্ন অঙ্গ দেখে তাদের স্বভাব ও লক্ষণ জানা যায়। সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে, অঙ্গ দেখে স্ত্রী-পুরুষের চরিত্রের ভালো এবং মন্দ দিক সম্পর্কে জানা যায়।
স্ত্রীর আয়ু সম্পর্কে সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে, যে স্ত্রীর পায়ের আঙুল ছোট, তাদের আয়ু বেশি হয় না। আবার আঙুলের রঙ কালো হলে, তা অর্থনৈতিক সমস্যার কারণ হতে পারে।
স্ত্রীর পায়ের আঙুল লম্বা হলে তা শুভ। কিন্তু সাধারণের তুলনায় বেশি লম্বা হলে, সেই স্ত্রীর ওপর বেশি বিশ্বাস করা উচিত নয়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী এমন স্ত্রী অত্যন্ত চতুর।