একরাতের বৃষ্টিতে ভেসে গেলো ছাপ্পান্ন কোটি টাকার মাছ

হাওর বার্তা ডেস্কঃ একরাতের প্রবল বৃষ্টিতে রংপুরে ছাপ্পান্ন কোটি টাকার মাছ ভেসে গেছে। আকস্মিক এই দুর্যোগের আঘাতে পুঁজি হারিয়ে দিশেহারা মৎস্যচাষিরা। অন্যদিকে হেক্টরের পর হেক্টর আমন ক্ষেত তলিয়ে ভয়াবহ ক্ষতির মুখে কৃষকেরাও।

রংপুর নগরীর বোতলা এলাকায় শনিবার একরাতের বর্ষণে এক সাথে ভেসে যায় বেশ কয়েকটি মাছের খামার। মাছ রক্ষার কোন সুযোগই পাননি চাষিরা। এভাবে জেলার ৭ হাজার ৫৫৩ টি পুকুর থেকে ৩ হাজার ২২৭ মেট্রিক টন মাছ ভেসে গেছে। দাবি ক্ষতির পরিমাণ ছাপ্পানো কোটি টাকা।

এদিকে দু’দিন আগেও আমন ফসল নিয়ে আশাবাদী কৃষকের বাড়া ভাতে ছাই দেয়ার মতোই সর্বনাশ করেছে বৃষ্টির পানি।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক বলেন, দ্রুত পানি সরে গেলে কৃষক ক্ষতির মুখ থেকে অনেকটা রেহাই পাবে।
জেলায় এবার এক লাখ পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। তার মধ্যে সিটি কর্পোরেশনে দেড় হাজার হেক্টরসহ আর জেলায় প্রায় ১৭ হাজার হেক্টর আমন ক্ষেত নিমজ্জিত। আর ৬ হাজার ২০০ হেক্টর শাক-সবজির মধ্যে ১৪০০ হেক্টর জমির শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর