হাওর বার্তা ডেস্কঃ সুস্বাদু লাল রঙের গাজর দিয়ে তৈরি করা যায় হালুয়া ও পায়েশ। আজ আপনাদের জানাবো গাজর দিয়ে সুস্বাদু পুডিং কীভাবে তৈরি করা যায়।
প্রথমে গাজর ধুয়ে পাতলা করে কেটে করে নিন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তরল দুধ ও গাজর দিন। এরপর দিন বাদাম ও সামান্য লবণ। গাজর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।
এবার গাজরের মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে আবারও চুলায় বসান।
এরপর এতে গুঁড়া দুধ ও চিনি মেশিয়ে ভালোভাবে মেশানো হলে আগার আগার পাউডার দিয়ে আবারও মেশান। এরপর এতে এক চা চামচ ঘি দিয়ে দিন।
আঁচে রেখে ঘন ঘন নাড়তে থাকুন। ঘি ভেসে উঠলে নামিয়ে নিন। গরম অবস্থায়ই একটি পরিষ্কার পাত্রে ঢেলে জমতে দিন। ব্যস তৈরি হয়ে গেল গাজরের পুডিং।