রাষ্ট্রপতির সঙ্গে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের দূতের সাক্ষাৎ

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বুধবার বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। জার্মানি বাংলাদেশের রফতানিপণ্যের অন্যতম বড় গন্তব্যস্থল। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি দুদেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদারে আন্তরিক প্রচেষ্টা চালাতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

নবনিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর