হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেট দলে আবারও করোনাভাইরাস হানা দিয়েছে। মঙ্গলবার সর্বশেষ করোনা পরীক্ষায় একজনের রিপোর্টে পজিটিভ এসেছে। কোভিডে আক্রান্ত হয়েছেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আবু জায়েদ রাহি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে এ খবর। বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহির করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টের ফলাফল পজিটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে কোভিডের জন্য আইসোলেশনে থেকে তার চিকিৎসা হবে। পরবর্তীতে তার আরও টেস্ট করা হবে।’
বাংলাদেশ দলের স্কিল ক্যাম্পে যোগ দেওয়া ২৭ ক্রিকেটারের নমুনা পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার। ২৬ জনের ফলাফল নেগেটিভ এসেছে।
এর আগে করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছিল জাতীয় দলের ওপেনার সাইফ হাসানের। ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যানের দুইবার করোনা টেস্ট করালে প্রত্যেকবার পজিটিভ আসে।