সোমবার ভোরে সারাদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় পুরান ঢাকার মাজেদ সরদার সুইপার কলনির ৬ তলা একটি ভবন হেলে পড়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এদিকে পুরান ঢাকার শাঁখারী বাজারে ভূমিকম্পে একটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুরান ঢাকার শাঁখারী বাজারে ভূমিকম্পে একটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সোমবার ভোরে ভূমিকম্পের পর ওই ভবনে ফাটল দেখা দেয়। এ সময় আতঙ্কে ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসে।
শাঁখারী বাজারের স্থানীয় বাসিন্দা বাসুদেব জানান, ভূমিকম্পে শাঁখারী বাজার এলাকার ৬২ নম্বর বাসাটিতে ফাটল দেখা দিয়েছে। তবে কেনো হতাহত ঘটনা ঘটেনি। ভূমিকম্পে পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বলেন, ‘ভূমিকম্পের পর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।’