হাওর বার্তা ডেস্কঃ পদ্মা নদীতে নাব্য সংকটে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দুই দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর থেকে ঘুরাপথে ২৮ কিলোমিটার দূরত্বে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার থেকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
প্রথম দফায় টানা ৮ দিন ও দ্বিতীয় দফায় ২ দিন এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর পর মঙ্গলবার দুপুর থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে মিডিয়াম ফেরি ক্যামেলিয়া ৯টি পণ্যবাহী ট্রাক নিয়ে শরিয়তপুরের পালেরচর হয়ে দীর্ঘ ২৮ কিলোমিটার পথ অতিক্রম করে বিকেল সাড়ে ৪টায় কাঁঠালবাড়ী ঘাটে এসে পৌঁছায়।
আজ বুধবার সকাল ৭টায় রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ১১টি ট্রাক, ৯টি হালকা পিকআপ, ১টি বাস ও ৫টি মোটরসাইকেল নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।