এরাই টেনিস ফেভারিট। প্রমীলা বিভাগে সেরেনা, শারাপোভা, সিমনা এবং আজারেঙ্কাকে ছাড়িয়ে যাওয়ার মতো কে আছে? অবশ্য কোর্ট বলে কথা, সেখানে অনেক অঘটনেরও জন্ম হয়েছে, হচ্ছে এবং হওয়ারও সম্ভাবনা থাকে। দেখা গেছে ওয়াইল্ড কার্ডের কারও কাছে হেরে বসতে পারেন সেরেনাও। বালাই ষাট; এমন অঘটনে টেনিসের জৌলুস কমবে বৈ বাড়বে না। ধেয়ে আসছে ফ্রাঞ্চ ওপেন। এই আসরকে ঘিরে টেনিসে ফেভারিটদের নিয়ে মাতম শুরু হয়ে গেছে। ১৯তম মেজরজয়ী সেরেনার সামনে ২০তম শিরোপা জয়ের হাতছানি। বরিবার থেকে আসর শুরু; সেখানে সেরেনা উইলয়ামসের পরই ফেভারিট ভাবা হচ্ছে রাশান মারিয়া শারাপোভাকে। তার পর রাখা হয়েছে সিমনা হালেপকে। তবে কিঞ্চিত শঙ্কা সেরেনার ইনজুরি নিয়ে। যদি তাই হয়; তখন ফেভারিট তালিকা পাল্টে যাবে। হাঁটুর ইনজুরির কারণে একটি টুর্নামেন্টও শেষ করতে পারেননি তিনি। তবে সব ফোকাস কিন্তু সেরেনার ওপরই। কারণ ২০০৪ সালের পর সেরেনার পিছু হাঁটা শারাপোভা আর জিততে পারেননি প্রতিপক্ষের বিপক্ষে। অনেকেই সিমনার ওপরও বাজি ধরছেন। কারণ শারাপোভাকে হারিয়ে গত বছর ফ্রাঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। সুত্র : ইন্টারন্যাশনাল বিজিনেস টাইমস।
সংবাদ শিরোনাম