তিনি দেশটির প্রেসিডেন্ট। সংবিধান অনুযায়ী দেশের পয়লা নম্বর নাগরিক তিনি। তাকেই দেখা গেল একেবারে অন্যরকম। এমনটাই ঘটেছে পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায়। দেশটির প্রেসিডেন্টের পরিহিত পোশাকের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। প্রেসিডেন্টের নাম কলিন্ডা গ্রাবার-কিতারোভিচ। অনেকেই বলেন, তিনি নাকি দুনিয়ার সবচেয়ে সুন্দরী রাষ্ট্রপ্রধান। সেই হট রাষ্ট্রপ্রধান সৈকতে অবসর যাপনের সময় তার পরিহিত পোশাকটি লেন্সে বেঁধে ফেলেন ফটোগ্রাফাররা। কলিন্ডার এমন ছবির জন্য বেশ আগেই থেকেই পিছু নেন ছবি শিকারিরা। তবে সুন্দরী কলিন্ডার ঘনিষ্ঠদের দাবি, মসনদে বসার আগে ওইসব ছবি তোলা হয়েছিল। কলিন্ডার রয়েছে দুই সন্তান। ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ভাষাটা একেবারে ঠোটস্থ বিশ্ব সুন্দরী প্রেসিডেন্টের। তুখোড় রাজনীতিবিদ হিসেবও বিশ্ব চেনে তাকে। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি যেন রাজনীতিবিদ নয়, একেবারেই অন্যরকম। তবে তার ছবিটি খোলামেলা হওয়ায় এমটিনিউজ২৪-এর পক্ষে তা প্রকাশ করা সম্ভব হলো না।
সংবাদ শিরোনাম
ফটোগ্রাফারদের শিকারে দুনিয়ার সবচেয়ে সুন্দরী প্রেসিডেন্ট
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
- ৩৫৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ