হাওর বার্তা ডেস্কঃ বিয়ে না করতে চাওয়ায় ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিক খ্যাত হিন্দি টেলিভিশনের অভিনেত্রী ত্রুপ্তি শঙ্খধরকে খুনের চেষ্টা করেছে তার বাবা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে বাবার বিরুদ্ধে এভাবে খুনের অভিযোগ আনলেন এই অভিনেত্রী। জোর করে বিয়ে দিতে চাইছেন বাবা। রাজি না হওয়ায় খুন করার চেষ্টা করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বরেলি থানার পুলিশ। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করেছেন ত্রুপ্তি। একটি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন। মুম্বইয়ের বরেলিতে থাকেন পরিবারের সঙ্গে।
মঙ্গলবার রাতে রাস্তা থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে ত্রুপ্তি জানান, তার বাবার নাম রাম রতন শঙ্খধর। তার এবং তার পরিবারের উপর নিয়মিত অত্যাচার করেন। জোর করে ২৮ বছরের এক যুবকের সঙ্গে ১৯ বছরের ত্রুপ্তির বিয়ে দিতে চান। তার কাজ ছাড়িয়ে দিতে চান। ত্রুপ্তি রাজি না হওয়ায় চুলের মুঠি ধরে তাকে বেধড়ক মারা হয়। খুন করার চেষ্টাও করা হয়। কোনো মতে নিজের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রাস্তায় বেরিয়ে আসে ত্রুপ্তি। কাঁদতে কাঁদতে সাহায্যে আবেদন করেন। জানান, পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি। তাতে কোনো লাভ হয়নি। নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষা আবেদন জানান ত্রুপ্তি। প্রথমে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। কিন্তু তা ভাইরাল হতেই ডিলিট করে দেওয়া হয়। তবে অনলাইনে ভিডিওটি এখনও রয়েছে। স্থানীয় বরেলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে কোনো অভিযোগ এখেেনা মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তা পুলিশের নজরে পড়েছে। পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে অভিনেত্রীর বাবাকে হেফাজতে নেওয়া হয়েছে। ত্রুপ্তিকেও বয়ানের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।