হাওর বার্তা ডেস্কঃ অবশেষে করোনামুক্ত হলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। প্রায় এক মাস ধরে ভাইরাসটির সঙ্গে লড়ে শনিবার (৮ আগস্ট) তার করোনা নেগেটিভ এসেছে। মুম্বাইয়ের নানাবতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরছেন অভিনেতা। এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিষেক নিজেই।
গত ১১ জুলাই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। এদিন রাতেই ভাইরাসটির উপস্থিতি মিলে তাঁর ছেলে অভিষেকের শরীরেও। সেই রাতেই তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই শুরু হয় তাদের দু’জনের চিকিৎসা।
এরপরই ভাইরাসটিতে আক্রান্ত হন ঐশ্বরিয়া রায় ও আরাধ্যা। তাদেরও নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে উঠলে গেল ২৭ জুলাই বাড়ি ফেরেন মা ও মেয়ে। এর কিছুদিন পর করোনা নেগেটিভ এলে জলসায় চলে আসেন বিগ বি। কিন্তু সেসময় ফের করোনা রিপোর্ট পজিটিভ আসাতে হাসপাতালেই ছিলেন অভিষেক। অবশেষে শনিবার দুপুরে তার করোনা নেগেটিভ আসে। এমন খবরে স্বস্তির হাওয়া বইছে বচ্চন পরিবারে। বলাবাহুল্য দারুণ খুশি অভিনেতার ভক্তরাও।