দীর্ঘদিন পর আবারো গাইলেন নদী। সজীব দাসের সুর-সংগীতে গানটির শিরোনাম ‘খুনসুটি’। লিখেছেন রেজাউর রহমান রিজভী। রোমান্টিক কথা-সুরের গানটিতে নদীর সহশিল্পী ছিলেন রিয়াজ লিটন। লিটনের প্রথম একক অ্যালবামে গানটি থাকবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নদী বলেন, ‘প্রথমবারের মতো সজীব দা’র সুরে গাইলাম। গানের কথা ও সুর বেশ দারুণ। আমার গাইতে যেমন ভালো লেগেছে, তেমনি আশা করবো শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।’
সংগীত পরিচালক সজীব দাস বলেন, ‘রিজভী ভাইয়ের কথা আর রিয়াজ-নদীর গায়কীতে আধুনিক ক্লাসিক্যাল ফিউশন এটি। গানটির সুর ও সংগীতে আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি।’
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘খুনসুটি’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হওয়ার পর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন মৌমিতা তাশরিন নদী।