হাওর বার্তা ডেস্কঃ নিশ্চয়ই জানেন, জুয়া খেলা খুবই খারাপ একটি অভ্যাস। যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তবে পুশুও যে জুয়া খেলে তা নিশ্চয়ই অবাক করার মতো! হ্যাঁ, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে।
জুয়া খেলায় জড়িত থাকার অপরাধে একটি গাধাকে গ্রেফতার করা হয়েছে! তিন অভিযুক্তের সঙ্গে উক্ত গাধাটিকে থানায় আটকে রেখেছে পুলিশ। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাবের রহিম ইয়ান খান শহরে গাধাদের রেস করে জুয়া খেলা চলছিল। এমন ঘটনায় অভিযুক্ত আটজনসহ উক্ত গাধাটিকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়েছে।
গাধাটিকে গ্রেফতার করার কারণ হিসেবে পুলিশ বলেছে, গাধাটির নামে এফআইআর করা হয়েছিল থানায়। তাই সেটিকে আপাতত থানার বাইরে বেঁধে রাখা হয়েছে।
জানা যায়, জুয়া খেলার বিষয় ছিল গাধার দৌড়। কোন গাধা জিতবে, তার উপর লাগানো হয়েছিল বাজি। অভিযুক্তরা সেই গাধার উপর টাকা লাগিয়েছিল। যা অবশ্যই বেআইনি। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। গ্রেফতার করে আট ব্যক্তি ও একটি গাধাকে।
ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত।