হাওর বার্তা ডেস্কঃ দেশজুড়ে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে। তবে সপ্তাহজুড়েই সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, আগামী ৪৮ ঘণ্টা বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। ওদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও বৃষ্টি হবে। তাছাড়া এই বৃষ্টি এই সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। তিনি বলেন, সপ্তাহজুড়ে এই বৃষ্টি থেমে থেমে চলবে সারাদেশেই। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত নেই।