হাওর বার্তা ডেস্কঃ সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এটিএম গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এটিএম গিয়াস উদ্দিনের ভাতিজা উজ্জ্বল ব্যাপারী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তাঁর জানাজার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।