১৪ দিনের লকডাউনে চবি ক্যাম্পাস

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ ৪ জুলাই শনিবার সকাল থেকে ১৪ দিনের জন্য এই লকডাউন কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরি আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশঙ্কায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।

দু’দিন আগে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট সংলগ্ন কর্মচারীদের বসবাসের স্থান শোভা কলোনীতে দুই জন করোনা রোগী শনাক্ত হয়। এরপরই ক্যাম্পাস লকডাউনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর