হাওর বার্তা ডেস্কঃ টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। চলতি সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছেন তিনি। ওয়েব সিরিজ ‘বুমেরাং’ দিয়েই আলোচনায় আসেন তিনি। একইভাবে এ সিরিজের কিছু আপত্তিকর দৃশ্যের জন্য হয়েছেন ব্যাপক সমালোচিত। তবে এই সময়ে এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চান না বলে জানান অর্ষা। তিনি বলেন, আমরা বিদেশি কন্টেন্ট অবলীলায় দেখতে পারি। কিন্তু নিজের দেশের কিছু হলেই সমালোচনার ঝড় তুলি। ওয়েব সিরিজটি নামিয়ে দেওয়া হয়েছে।
সুতরাং এ নিয়ে আর নতুন কিছু বলার নেই। আমি প্রশ্ন রাখতে চাই যারা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন তারা আসলে কতটা ঠিক? গেল কদিন ধরেই বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাডামকে নিয়েও এরা বাজে মন্তব্য করতে ছাড়েনি। আমি মনে করি এদের চিহ্নিত করা প্রয়োজন। অর্ষা নিজেকে কেমন ভাবে পর্দায় উপস্থাপন করতে চান? উত্তরে তিনি বলেন, গেল কয়েক বছর শুনে আসছি গতানুগতিক কাজ করছি। আমিও এমন কাজ করে করে বোরিং হয়ে পড়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবো। করোনা ভাইরাসের কারণে ৭২ দিন টিভি নাটকের শুটিং বন্ধ ছিলো। ১লা জুন থেকে আবারও শুটিং শুরু হয়েছে। এরইমধ্যে অনেক তারকা ঈদের নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন। অর্ষা কি শুটিং শুরু করেছেন? উত্তরে তিনি বলেন, আমি এখনো শুটিং করছি না। এই মাসে শুটিংয়ের কোনো শিডিউল রাখিনি। আমাদের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন শুটিং করার কথা ভাবছি না। তবে কি ঈদের কোনো নাটকে আপনাকে দেখা যাবে না? তিনি বলেন, আগামী মাসে শুটিং করার পরিকল্পনা আছে। সেই সময়ে ঈদের কিছু কাজ করবো।