হাওর বার্তা ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক এগারো দিন পরে ভারতে আরেক তারকা তরুণীর আত্মহত্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অ্যাপস টিকটক-এর ১৬ বছর বয়সী জনপ্রিয় তারকা সিয়া কক্কর মাত্র ১৬ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দিল্লির নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন। সিয়ার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত করছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার সিয়ার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রধান অর্জুন সরিন। এই সংস্থার সঙ্গে কাজ করতে সিয়া। অর্জুন বলেন, ‘বুধবার রাতেই আমার সঙ্গে কথা বলেছে সিয়া। খুব স্বাভাবিকভাবেই কথা বলল। নতুন একটা প্রজেক্ট নিয়েও কথা হচ্ছিলো আমাদের। এই কাজ নিয়েও কোনো সমস্যা ছিলো না। আমার মনে হচ্ছে ব্যক্তিগত কোনও কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে সিয়া।’ টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পরিচিত নাম সিয়া। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১১ লক্ষ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আঘাত এখনও মানুষ সয়ে উঠতে পারেননি তারই মাঝে এমন দুঃখজনক ঘটনা ফের শোকের আবহ তৈরি করেছে। সিয়া কক্কর ইনস্টাগ্রামে নিজের শেষ পোস্ট শেয়ার করেছেন। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পাঞ্জাবি গানের সঙ্গে তিনি নাচছিলেন। ইনস্টাগ্রামে সিয়ার ৯১ হাজারেরও বেশি ফলোয়ার আছে। টিকটকে তাঁর ১১ লক্ষ ফলোয়ার সংখ্যা।